প্রকাশিত: Mon, Jul 8, 2024 1:01 PM
আপডেট: Wed, Apr 30, 2025 3:22 AM

[১] উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, খাবার ও বিশুদ্ধ পানির সংকট [২]সিলেটে ৫০০ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

 শাহনাজ পারভীন, আতাউর রানা, আশরাফ চৌধুরী রাজু : [৩] কুড়িগ্রামে নদ-নদীর অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চলে  ১৫ দিন ধরে বন্যা কবলিত হয়ে পড়েছে  দেড় লক্ষাধিক মানুষ। 

[৪] বন্যার্তরা ঘর-বাড়ি ছেড়ে গবাদি পশু নিয়ে উঁচু সড়ক ও বাঁধে আশ্রয় নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। পাশাপাশি গবাদি পশুর খাদ্য সংকট নিয়েও বিপাকে পড়েছেন তারা। 

[৫] বানভাসী মানুষের মাঝে সরকারিভাবে কিছু ত্রাণ সহায়তা লক্ষ্য করা গেলেও সেরকারিভাবে তেমন ত্রাণ সহায়তা দেখা যায়নি। 

[৬] জেলার ৯ উপজেলায় ৩৪১ টি প্রাথমিক, উচ্চ মাধ্যমিক ও মাদরাসায় পাঠদান সাময়িক বন্ধ করা হয়েছে। এতে ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা।

[৭] কুড়িগ্রাম বুড়াবুড়ি ইউনিয়নের বিন্দুর চরের মালেক,া ছকিনা ,আরেফা বলেন, ১৫ দিন থেকে পানিতে ভেসে আছি। ১০ কেজি চাউল পেয়েছি। এছাড়া আমরা আর কোন কিছু পায়নি। 

[৮] গাইবান্ধার সদর, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলাসহ চার উপজেলার চরাঞ্চল ও নদীর তীরবর্তী এলাকা প্লাবিত হয়ে দেখা দিয়েছে বন্যা ২৯টি ইউনিয়নের পানি বন্দি হয়ে পড়েছে অন্তত ৭০ হাজার পরিবার। 

[৯] টানা  সাতদিনের বন্যায় বাড়ি-ঘরে পানি ওঠায় চরম দুর্ভোগে পড়েছে ওইসব এলাকার বন্যার্ত মানুষেরা। 

[১০] এ অবস্থায় বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটসহ বিভিন্ন সাপ ও বিভিন্ন পোকা মাকড়ের ভয় আকড়ে ধরেছে তাদের। সম্পাদনা : মুরাদ হাসান